Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জ পৌর বাজারের ২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী পেল খাদ্য সহায়তা বাগেরহাট

মোরেলগঞ্জ পৌর বাজারের ২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী পেল খাদ্য সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে  ও শোকার্ত মাসের শেষ দিনে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা পেল খাদ্য সহায়তা ।  পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এইচএম মনিরুল হক তালুকদার এ খাদ্য সহায়তা প্রদান করেন। 

রোববার দুপুরে পৌর মেয়র বাজারের অলি-গলি ঘুরে ফুটপাত ২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন, কাউন্সিলর ওলিউর রহমান ওলি, তপন পোদ্দার, মো. মহিদুল ইসলাম, রেদওয়ান আহম্মেদ, আজিজুর রহমান মিলন, রোকেয়া বেগম, কুরছিয়া বেগম প্রমুখ। 

এর আগে পৌর চত্বরে অনুষ্ঠিত আলোচনায় সভায় পৌর মেয়র বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু স্ব-পরিবারে নিহত হয়। খুনিচক্র শিশু পুত্র রাসেলকেও রেহাই দেয়নি। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুধি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব খুনিদের বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছেন। যারা এখনো পালিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। সভায় বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকলকের আত্মার মাগফেরাত  ও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করা হয়। 

এই বিভাগের অন্যান্য খবর