Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

জগন্নাথপুর আওয়ামীলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত সুনামগঞ্জ

জগন্নাথপুর আওয়ামীলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চারনেতা হত্যা কান্ডের ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংঠনের(একাংশের) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস উপলক্ষে আলাচনা সভা, দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১টায় জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের আব্দুল খালিক কমপ্লেক্রে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ এর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সদস্য সচিব ও পানেল মেয়র মোঃ আবাব মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, হাজী হারুণ মিয়া, আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন আহমদ, সালাউদ্দিন, মিন্টু রজ্ঞন ধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগ নেতা জাহির উদ্দিন, আফু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক কালী কুমার রায়, সদস্য মকসুদুল হক, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছালিক আহমদ ডন, সদস্য সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা নজির মিয়া, সেলিম মিয়া, জামাল হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, হলদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জোবাইন আহমদ, আরজু খান, ছাত্রলীগ নেতা মোঃ রনি  মিয়া, ব্যবসায়ী নেতা  বিষ্ণুপদ রায়,্ প্রমুখ। 

বক্তারা জাতীয় চারনেতার আত্মার রুহেম মাহফিরার কামনা করেন এবং অবিলম্বে বিদেশে পালিয়ে থাকা চারনেতার খুনীদের দেশে ফিরিয়ে এসে মৃত্যুদন্ড কার্যকরের জোর দাবী জানান। 

এই বিভাগের অন্যান্য খবর