Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বাংলাদেশের মধ্যদিয়ে শিয়ালদহ-শিলিগুড়ির ট্রেন চলাচল আন্তর্জাতিক

বাংলাদেশের মধ্যদিয়ে শিয়ালদহ-শিলিগুড়ির ট্রেন চলাচল

কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ভেতর ঢুকে খানিকটা পথ অতিক্রম করার পরে আবার ভারতে প্রবেশ করতো। কিন্তু ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়।

প্রায় ৫৫ বছর পরে সেই পথ আবার চালু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। সম্প্রতি দুই দেশের মধ্যেকার চিলাহাটি-হলদিবাড়ি ব্রডগেজ রেলপথের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

এই রেল পথটি কাজ প্রায় সম্পূর্ণ, যেখানে শেষ হয়েছে সেখানে ভারতীয় পিলার আর তার ১৫০ গজ দূরত্বেই কাটা তারের বেড়া।

এই সেকশনটি চালু হলে কলকাতা থেকে ছেড়ে আসা একটি রেল বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে খানিকটা পথ পাড়ি দিয়ে আবার ভারতে প্রবেশ করে গন্তব্যে পৌঁছাবে। এভাবে যাতায়াতের ফলে ভারতের রেলে যাত্রাপথ অন্তত ২০০ কিলোমিটার কমে যাবে। বর্তমানে শিয়ালদহ থেকে শিলিগুড়ির দূরত্ব ৫৩৭ কিলোমিটার।

চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত রেলপথ তৈরি করা হলে ভারত ও বাংলাদেশের মূল রেলপথের সঙ্গে সংযোগ তৈরি হবে।

রেলপথটি কাজ চলতি বছরেই কাজ শেষ হবার কথা ছিল কিন্তু করোনার জন্য কাজ কিছুটা পিছিয়ে পরেছে। সূত্র : বিবিসি বাংলা