Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী সোমবার ২০২২,

জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন নড়াইল

জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গের সদস্যদের হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় আদালত সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, যুগ্ম সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, যুবলীগ নেতা গাউসুল আজম মাসুম, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান পলাশ প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।