Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সরকারের চলতি মেয়াদেই গ্রেনেড হামলার রায় কার্যকর : ওবায়দুল কাদের রাজনীতি

সরকারের চলতি মেয়াদেই গ্রেনেড হামলার রায় কার্যকর : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমান সরকারের চলতি মেয়াদের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলার রায় কার্যকর করা হবে। যারা বিদেশে আছেন বিশেষ করে তারেক রহমানসহ সেই খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে।

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার (২১ আগস্ট) সকালে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরে লাখো শহীদের রক্তে যে মাটি ভিজেছিল, যে মাটি বঙ্গবন্ধুর রক্তে ভিজে ছিল পঁচাত্তরে।  সেই মাটিতে আবারও রক্তস্রোত, যা ২০০৪ সালের ২১ আগস্ট; বিশ্ব অবাক বিস্ময় দেখেছে। ২০০৪ সালের ২১ আগস্ট সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। নেতাকর্মীরা প্রাণপণ নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল। আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও বেঁচে যান শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।