Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

তুমি যখন // নির্মলেন্দু শাখারু শিল্প ও সাহিত্য

তুমি যখন // নির্মলেন্দু শাখারু

তুমি যখন ব্যস্ত পড়ায়
আমি তখন আঁকি,
টাপুর টুপুর আষাঢ়ে গান
ব্যাঙমা-মন পাখি ।

তুমি যখন খেলছ মাঠে
আমি তখন শান্ত,
মনে খাতায় লিখছি ছড়া
কেই বা সেসব জানতো।

তুমি যখন নৌকো বেয়ে
ইছামতীর বুকে,
আমি তখন মায়ের কোলে
থাকি পরম সুখে।

তুমি যখন সঙ্গী নিয়ে
দাপাও সারা বনে,
আমি তখন সারেগামা
সাধি আপন মনে।

তুমি যখন খেয়ালখুশি
ঘুরছি রঙিন বিশ্ব,
আমি তখন জানলা দিয়ে
দেখছি সবুজ দৃশ্য।

তুমি যখন ভাঙছ নদী-
বুকটা দুরুদুরু !
আমি তখন গড়ছি জীবন
শেষ থেকে হয় শুরু।