Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

নাটোরে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত নাটোর

নাটোরে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

নাটোরে সড়ক দূর্ঘটনায় মোতালেব হোসেন (৪৮) নামে এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গুরুদাসপুরে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন সদর উপজেলার লালমনিপুরে চাঁদ হোসেনের ছেলে। তিনি বড়হরিশপুর  ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে মোতালেব ব্যবসায়ীক কাজ শেষে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি নাটোরের লালমনিপুর গ্রামে ফিরছিলেন। পথে ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মোতালেব হোসেনের মৃত্যু হয়। শুক্রবার সকাল ১১ টায় তার নামাজে জানাজা শেষে নিজ এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর