Opu Hasnat

আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষা সামগ্রী দিলেন এমপি মিলন বাগেরহাট

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষা সামগ্রী দিলেন এমপি মিলন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার বিকেলে অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর ও করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

প্রধানমন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ আওয়ামীলীগ’র ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষে এমপি আমিরুল আলম মিলনউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন বাগেরহাট-৪ আসনের সাংসদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের অন্যান্য খবর