Opu Hasnat

আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ২ হাজার বন্যার্ত পরিবারে খাদ্য সহায়তা প্রদান ফরিদপুর

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ২ হাজার বন্যার্ত পরিবারে খাদ্য সহায়তা প্রদান

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সকাল ১১টা হতে সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্নস্থানে বানভাসী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ প্রমুখ।

সদর উপজেলার চারটি ইউনিয়নে বন্যার্ত ২ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, চিনি ও লবন সহ স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর