Opu Hasnat

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

খাগড়াছড়িতে ইমামদের নিয়ে যক্ষা প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ইমামদের নিয়ে যক্ষা প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলার যক্ষা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে জেলাতে মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি শিল্পকলা একাডেমী মিলনায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি নাটাবের সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ। বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিএম এ’র সাধারণ সম্পাদক ও মেডিকেল অফিসার ডা: টুটুল চাকমা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু তাহের আনসারি।

সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ বলেন, প্রাণঘাতি করোনার চেয়েও যক্ষা মারাত্মক। করোনারমত যক্ষাও হাচি কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষাসহ বিভিন্ন মরণ ব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা করতে মসজিদের ঈমাদের প্রতি আহবান জানান। সভার যক্ষ্মা রোগী সনাক্ত করতে ঈমাদের সহায়তা কামনা করা হয়। এসময় মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ৩০জন ঈমাম অংশগ্রহন করেন।

এই বিভাগের অন্যান্য খবর