Opu Hasnat

আজ ২১ সেপ্টেম্বর সোমবার ২০২০,

এবার করোনার কবলে ক্রিকেটার মোশাররফ রুবেল খেলাধুলা

এবার করোনার কবলে ক্রিকেটার মোশাররফ রুবেল

মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল আর নাজমুল অপুর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন আরেক জাতীয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

শনিবার (৮ আগস্ট) এই বাঁহাতি স্পিনারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণের মধ্যে জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, পেটে ব্যথাসহ নানা ধরনের পেটের পীড়ার মতো কোনো উপসর্গ ছিল না ক্রিকেটার মোশাররফ রুবেলের।

যদিও গত চার পাঁচ দিন ধরেই খাবারে কিছুটা অরুচি চলে আসছিল তার। আর খাবারের ঘ্রাণটাও নাকে যাচ্ছিল না সেভাবে। ফলে কিছুটা সন্দেহ নিয়েই শনিবার করোনা টেস্ট করাতে দেওয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে করোনা টেস্ট করালে শনিবারই টেস্টের রেজাল্ট মিলেছে, এসেছে করোনা পজিটিভ। 

রবিবার (৯ আগস্ট) মোশাররফ রুবেল বলেন, ‘একদমই কোনো সমস্যা অনুভব করছি না এখনো। অন্য কোন উপসর্গও ছিল না। শুধু ক’দিন ধরে খাবারের টেস্ট পাচ্ছি না। যাই খাচ্ছিলাম, কেমন যেন স্বাদ লাগছিল না। আর শুধু স্বাদই নয়, খাবারের আর গন্ধও পাচ্ছিলাম না।’

তিনি আরও যোগ করেন, ‘ভাবলাম করোনা টেস্ট করিয়ে দেখি। পিজিতে (বঙ্গবুন্ধ শেখ মুজিব হাসপাতাল) টেস্ট দিলাম শনিবার। ঐদিনই রেজাল্ট পেলাম-পজিটিভ।’

আইসোলেশনে আছি বাসায়। ইতোমধ্যেই ওষুধ গ্রহণও শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমত ও সবার দোয়ায় সুস্থ হয়ে উঠব।’