Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

এফডিসিতে নেওয়া হবে আলাউদ্দিন আলীর মরদেহ বিনোদন

এফডিসিতে নেওয়া হবে আলাউদ্দিন আলীর মরদেহ

বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর মরদেহ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় এফডিসিতে নেওয়া হবে। জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের তার মরদেহ সেখানে কিছু সময় রাখা হবে বলে নৃত্যপরিচালক মাসুম বাবুল।

মাসুম বাবুল বলেন, ‘বরেণ্য গীতিকার আলাউদ্দিন আলী চলচ্চিত্রের জন্য অনেক গান তৈরি করেছেন। চলচ্চিত্রে তার অবদান অনেক। শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ এফডিসিতে নেওয়া হবে।’

রবিবার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী।

ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন আলাউদ্দিন আলী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী।

তবে রবিবার (৯ আগস্ট) আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে জানিয়েছিলেন তার মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা। আজ বিকাল সাড়ে ৪টার দিকে এই তথ্য জানান তিনি। কিন্তু এরই মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।