Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

কালকিনিতে নির্মানাধীন বাড়ির ছাদ ভেঙ্গে শ্রমিকের মৃত্যু মাদারীপুর

কালকিনিতে নির্মানাধীন বাড়ির ছাদ ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ‌নির্মানা‌ধীন পাকা বাড়ির ছাদ ভেঙ্গে পড়ে হালান সরদার (৩৫) নামে এক  নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মাদারীপুর জেলার টুমচর গ্রামের মোসলেম সরদারের ছেলে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, দিনমজুর শ্রমিক হালান সরদার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের কবির হাওলাদারের পাকা বসত বাড়ির কাজ করতে আসেন। এ সময় ওই ভবনের এক পাশের ছাদ হঠাৎ করে হালানের শরীরের উপর ভেঙ্গে পড়ে। এতে করে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাড়ির মালিকের ভাই মনির হাওলাদার বলেন, হালানকে আমরা শ্রমিক হিসেবে বিল্ডিংয়ের কাজ করিয়েছি। কাজের সময় তার মাথার উপর ছাদ ভেঙ্গে পড়ে মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, বাড়ির ছাদ ভেঙ্গে পড়ে হালানের মৃত্যু হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।