Opu Hasnat

আজ ১ অক্টোবর বৃহস্পতিবার ২০২০,

নানা বাড়ি বেড়াতে এসে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর মাদারীপুর

নানা বাড়ি বেড়াতে এসে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

মাদারীপুরের কালকিনিতে নানা বাড়িতে বেড়াতে এসে মোঃ রাব্বি নামে এক ছয় বছর বয়েসের শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রোববার সকালে নিহতের পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত শিশু মাদারীপুর জেলার কুলপদ্দি এলাকার মোঃ মোকলেশ হোসেনের শিশুপুত্র।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, শিশু রাব্বি তার মায়ের সাথে শুক্রবার সকালে কালকিনি পৌর এলাকার কাষ্টগড় গ্রামে নানা জিন্নাত আকনের বাড়িতে বেড়াতে আসে। সে শুক্রবার রাতে  সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। পরে গভীর রাতে একটি বিষাধর সাপ এসে শিশু রাব্বিকে ঘুমন্ত অবস্থা পায়ে কামড় দেয়। এতে করে সে গুরুতর অসুস্থ্য হয়। পরে শনিবার তাকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত রাব্বির নানা জিন্নাত আকন বলেন, আমার নাতি রাব্বি সাপে কামড়ে মারা গেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, বিষয়টি আমরা অবগত আছি।