Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে পাঠাগার উদ্বোধন করলেন এক রিক্সাচালক নেত্রকোনা

দুর্গাপুরে পাঠাগার উদ্বোধন করলেন এক রিক্সাচালক

নেত্রকোনার দুর্গাপুরে সিনিয়র সিটিজেন ও তরুণ প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়ায় আগ্রহী করে তুলতে কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় উদ্বোধন করা হয়েছে পথপাঠাগার এর ২য় শাখা। শনিবার সন্ধ্যায় এ পাঠাগার উদ্বোধন করেন রিক্সা চালক তারা মিয়া। 

এ উপলক্ষে পথপাঠাগার উদ্বোধন কালে অন্যদের মধ্যে কবি শাওন হাসান, শিক্ষক মাহবুব আলম, সমাজ সেবক মাসুদ রানা, মোঃ আশরাফুল ইসলাম, অমল সাংমা, ডাঃ এম এ সিদ্দিক, সাংবাদিক মামুন রনবীর, রাজেশ গৌড় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।  

পাঠাগারের উদ্দ্যেগক্তা ও দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা। আমরা পথ পাঠাগার স্থাপনের মাধ্যমে মানুষের কাছে বই পৌঁছানো সহ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। পর্যায়ক্রমে এই পাঠাগারের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হবে। এ কার্যক্রমে সহায়তা করতে সকল সাহিত্য প্রেমীদের এগিয়ে আসার আহবান জানান।