Opu Hasnat

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

মাগুরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ মাগুরা

মাগুরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী আজ মাগুরায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মাগুরা জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ২৪ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেসিন ও ২০ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ৪০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরন করা হয়।