Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ছাতকে পাহারাদারকে মারপিট করে লক্ষাধিক টাকার মাছ লুট, আটক ১ সুনামগঞ্জ

ছাতকে পাহারাদারকে মারপিট করে লক্ষাধিক টাকার মাছ লুট, আটক ১

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামস্থ গুয়াপাগুয়া বিলের পাহাদারকে মারপিট করে প্রায় লক্ষাধিক টাকার মাছ লুটের ঘটনার খবর পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সৈদাবাদ গ্রামে প্রায় ২০ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বিলের মাছ লুটপাট করতে বিল হতে কারেন্ট জালের মাধ্যমে মাছ ধরতে থাকে। এতে বিলের পাহারাদারগন বাঁধা দিলে তাদের মারধর করতে থাকে। মাছ লুট করতে আসা লোকজন বিলের পাহারাদার মইন উদ্দিনের উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মইন উদ্দিনসহ অন্যান্য আহতদের ঘটনাস্থল হতে উদ্দার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। 

মাছ চুরির অপরাধে সৈদাবাদ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আমির আলীকে শুক্রবার রাতে জনতা বিল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বিলের ইজারাদার জাগরন মৎস্যজীবি সমবায় সমিতি লিমিডেটের সাধারণ সম্পাদক সামছুনুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

থানার উপ পরিদর্শক ইয়াছিন আলী জানান, আসামীকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এই বিভাগের অন্যান্য খবর