Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

মাশরাফীর মা-বাবাসহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত খেলাধুলা

মাশরাফীর মা-বাবাসহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

করোনা যেন পিছুই ছাড়ছে না নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারের। সস্ত্রীক আক্রান্ত হয়ে সুস্থ হবার পর এবার করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফীর মা-বাবাসহ পরিবারের ৪ সদস্য।  

মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা, মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনা আক্রান্ত হয়েছেন। 

সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, ‘শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফীর বাবা- মা, মামী এবং ছোট ভাইয়ের স্ত্রী নমুনা পরীক্ষা করতে দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন।’ মাশরাফির বাড়ির প্রবেশদ্বারে দু’টি ‘লাল পতাকা’ টানিয়ে দেয়া হয়েছে। সবা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

এর আগে গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এছাড়া মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা সিজারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ রয়েছেন।

উল্লেখ্য, এ চারজনসহ এদিন নড়াইলে আরো ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫৮ জন। যাদের মধ্যে ৫৬৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হলেও ১২ জন মৃত্যুবরণ করেছেন।