Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ হবে ভারতে, ২০২২ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ হবে ভারতে, ২০২২ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে ভারতে, আর ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। 

শুক্রবার (০৭ আগস্ট) আন্তর্জাতিক বিজনেস কর্পোরেশনের (আইবিসি) সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। ভারতের অবশ্য আগে থেকেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। গত মাসে আইসিসি যখন জানায়, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর, তখনই ধোঁয়াশাটা তৈরি হয়। ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেরও আয়োজক। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি আগামী বছর অস্ট্রেলিয়ায় হয়, তাহলে পরপর দুই বছর ভারতের পক্ষে আইসিসির টুর্নামেন্ট আয়োজন ঝক্কির হয়। আইসিসি তাই আগামী বছর টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভার ভারতকেই দিচ্ছে।

এবারের ঘোষণায় আইসিসি জানায়, ভারতে অনুষ্ঠেয় ২০২১ বিশ্বকাপ হবে অক্টোবর থেকে নভেম্বর পযর্ন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। পরের বছরের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। চলবে অক্টোবর থেকে নভেম্বর পযর্ন্ত। ১৩ নভেম্বর হবে ফাইনাল।  

এছাড়া পরের ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৩ সালে, ভারতে। অক্টোবরে শুরু হয়ে চলবে নভেম্বর পযর্ন্ত। ফাইনাল হবে ২৬ নভেম্বর।