Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে লড়ি ট্রাক মালিক সমিতির সভা নেত্রকোনা

দুর্গাপুরে লড়ি ট্রাক মালিক সমিতির সভা

জেলার দুর্গাপুরে শ্রমিকদের নানা দাবী-দাওয়া ও নিয়মনীতি মেনে লড়ি চলাচল সহ নানা বিষয়ে উপজেলা লড়ি-ট্রাক মালিক সমিতি এক আলোচনা সভা করেছে। শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় কুটুমবাড়ী হোটেল মিলনায়তনে লড়ি-ট্রাক মালিক সমিতির সভাপতি মো. সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন মানিক, যুগ্ন সম্পাদক মাহবুব আলম, উপজেলা (সুজন) সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, চালক সমিতির নেতা এমদাদুল হক, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলায় ৩টি বালু ঘাটে প্রায় ৩শতাধিক লড়ি ট্রাক বালু পরিবহনের কাজ করছে। এর মধ্যে প্রায় অর্ধেকই বহিরাগত মালিকের। আমাদের স্থানীয় মালিকদের গাড়ি গুলো সরকারী বিধিনিষেধ মেনে চলাচল করছে দীর্ঘদিন ধরে, কিন্তু বাহির থেকে আসা গাড়ী গুলো তা মানছে না। এছাড়া পরিবহনের ক্ষেত্রেও ধারন ক্ষমতার বাহিরে আছে এমন বড়ি তৈরী করে অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে বালু পরিবহন করায় ছোটখাটো দুর্ঘটনা ঘটলে দোষ পড়ছে আমাদের গাড়ী গুলোর উপর। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া শ্রমিকদের কল্যানে কাজ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।