Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

সভাপতি মো. নুরুল ইসলাম, মহাসচিব মো তারিকউজ্জামান

ক্রীড়া পরিদপ্তর অফিসার্স কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন খেলাধুলা

ক্রীড়া পরিদপ্তর অফিসার্স কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ক্রীড়া পরিদপ্তর অফিসার্স কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মো. নুরুল ইসলামকে সভাপতি এবং মোঃ তারিকউজ্জামানকে মহাসচিব করে ক্রীড়া পরিদপ্তর অফিসার্স কল্যাণ সমিতির ২৫ সদস্যের কার্যনির্বাহীর কমিটি ঘোষনা করা হয়েছে।

২০০৩ সালে জেলা ক্রীড়া অফিসার এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের কর্মকর্তাদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অফিসার্স কল্যাণ সমিতি গঠন করা হয়। এছাড়া দেশের ক্রীড়া উন্নয়নে বিশেষ ভাবে কাজ করেছে এই সমিতি। 

অফিসার্স কল্যাণ সমিতির নতুন সভাপতি এবং ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান, নানা সীমাবধ্যতার মধ্যে আটকে ছিলো ক্রীড়া পরিদপ্তর। জেলা ক্রীড়া অফিসার এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজে শিক্ষক সংকট এরই মাঝে দূর করেছি আমরা। এবার আমাদের লক্ষ্য ক্রীড়া পরিদপ্তরকে অধিদপ্তরে রুপান্তর করা। এর ফলে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ পাবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে এটি মাইলফলক হবে বলে আমি বিশ্বাস করি। 

কমিটির নতুন মহাসচিব এবং ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তারিকউজ্জামান জানান, অফিসার্স কল্যাণ সমিতির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আমরা ভূমিকা রাখতে পারব। এছাড়া অফিসারদের অর্থ-সামাজিক উন্নয়নে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে।

২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি- মোঃ খাদেমুল ইসলাম (অধ্যক্ষ, সরকারি শা.শি.ক. রাজশাহী), মোঃ জসিম উদ্দিন (অধ্যক্ষ, সরকারি শা.শি.ক, ঢাকা, মনোরঞ্জন দে (জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম), পারভিন লায়লা (অধ্যক্ষ, সরকারি শা.শি.ক, চট্টগ্রাম), স্বপন কিশোর চাকমা (জেলা ক্রীড়া অফিসার, রাঙ্গামাটি), কোষাধ্যক্ষ- আখতারুজ্জামান রেজা তালুকদার (সহকারী পরিচালক, ক্রীড়া পরিদপ্তর), যুগ্ম মহাসচিব- এস.আই.এম ফেরদৌউস আলম (জেলা ক্রীড়া অফিসার, রংপুর), মাহমুদা বেগম (উপাধ্যক্ষ, সরকারি শা.শি.ক, বরিশাল), সাংগঠনিক সম্পাদক- মোঃ আলীমুজ্জামান (জেলা ক্রীড়া অফিসার, খুলনা), সমাজ কল্যাণ সম্পাদক- মুমিনুল হাসান (অধ্যক্ষ, সরকারি শা.শি.ক, ময়মনসিংহ), দপ্তর সম্পাদক- মোঃ জাহাঙ্গীর হোসেন (জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী), ক্রীড়া সম্পাদক- মাসুদ রানা (জেলা ক্রীড়া অফিসার, সিরাজগঞ্জ), প্রচার সম্পাদক- হুসাইন আহমাদ (জেলা ক্রীড়া অফিসার, বরিশাল), সদস্য- রতন কুমার সরকার (অধ্যক্ষ, সরকারি শা.শি.ক, বাগেরহাট), মুজিবর রহমান (প্রভাষক, সরকারি শা.শি.ক, ঢাকা), আব্দুল মালেক (প্রভাষক, সরকারি শা.শি.ক, বাগেরহাট), সুমন কুমার মিত্র (জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা), মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া (জেলা ক্রীড়া অফিসার, নারায়নগঞ্জ), ফারজানা আক্তার সাথী (জেলা ক্রীড়া অফিসার, গাজীপুর), মোঃ আব্দুল বারী (জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ), আল-আমিন (জেলা ক্রীড়া অফিসার, কিশোরগঞ্জ), অনামিকা দাস (জেলা ক্রীড়া অফিসার, মাগুড়া), মোঃ রেজাউল করিম (জেলা ক্রীড়া অফিসার, ঠাকুরগাঁও)।