Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পার্বতীপুরে ২ হাজার পেশাজীবী পেল মাস্ক দিনাজপুর

পার্বতীপুরে ২ হাজার পেশাজীবী পেল মাস্ক

উত্তরাঞ্চলের ৮ জেলায় করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও সেনেটাইজার বিতরণ শুরু করেছে বাংলাদেশ পিস ফোরাম। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটি পার্বতীপুরে ২ হাজার গাড়ী চালক, হেলপার, সেলুনের নরসুন্দর, রিক্সা চালক, ভ্যান চালক, সব্জী বিক্রেতা ও সাধারন জনগনের মাঝে করোনা জীবানু প্রতিরোধে (কেএন-৯৫) মাস্ক বিতরন করেন। 
 
পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ  হাফিজুল ইসলাম প্রমানিক ও পিস ফোরামের চেয়ারম্যান সারওয়ার হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, ডোমার নারী কল্যান সমিতির সভাপতি সীতারা রিজভী লাকী ও সৈয়দপুরের সমছায়া সমবায় সমিতি লিমিটেডের পরিচালক সেলী ও পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান প্রমুখ। আয়োজকরা নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় করোনা জীবানু প্রতিরোধে গনসচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক বিতরণ করছে।