Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নেত্রকোনা

দুর্গাপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

নেত্রকোনার দুর্গাপুরে ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির উদ্দ্যেগে ‘‘দুর্গাপুরের উন্নয়ন ভাবনা’’ সম্পর্কিত দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নের্তৃবৃন্দের অংশগ্রহনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পুর্ব ‘‘দুর্গাপুরের উন্নয়ন ভাবনা’’ নিয়ে কবি হাজাঙ্গীর যুবরাজ এর সঞ্চালনায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, এডভোকেট ড. আব্দুল জলিল, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সমিতির সাধারণ সম্পাদক সজয় চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক ডা. আরিফ জোবায়ের, কবি সজিম সাইন, কবি লোকান্ত শাওন প্রমুখ।

বক্তারা বলেন, রাজনীতি যারযার-দুর্গাপুর সবার, দুর্গাপুরের উন্নয়নে এখনো অনেক কাজ বাকী আছে। রেল লাইন সম্প্রসারন, শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত চারলেন রাস্তা, স্থলবন্দর উন্নয়ন, শহর রক্ষা বাঁধ নির্মান, সিরামিক কারখানা স্থাপন এছাড়া সবচেয়ে গুরুত্ব কাজ হচ্ছে বাইপাস রাস্তা নির্মান। বাইপাস রাস্তা না থাকায় পৌরবাসীর সকল কাজই বাঁধাগ্রস্থ হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা ও পৌর প্রশাসনের কাছে শিক্ষা, যাতায়াত ও জানমালের নিরাপত্তার দাবী জানিয়ে বাইপাস সড়ক নির্মানের জোর দাবী জানানো হয়।