Opu Hasnat

আজ ২ অক্টোবর শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে নৌকা ডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু মানিকগঞ্জ

মানিকগঞ্জে নৌকা ডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন- হনুফা (৩৭) তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।

নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সাভার থেকে দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বানিয়দঘুনা থেকে ডিঙ্গি নৌকা নিয়ে চরমাস্তল গ্রামের বড় বোনের বাড়িতে আসছিলেন বোন-জামাই, ভাগিনা-ভাগিনীসহ ৯ জন। এর মধ্যে ঝড় উঠলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় চারজনকে জীবিত ও ৩ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ঘটনায় নিখোঁজ ২ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই বিভাগের অন্যান্য খবর