Opu Hasnat

আজ ১ অক্টোবর বৃহস্পতিবার ২০২০,

করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর রাজবাড়ী

করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

সংরক্ষিত মহিলা আসন ৩৩৪ এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

সোমবার বিকেল ৩ টা ৫ মিনিটে তাকে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সংরক্ষিত মহিলা আসন ৩৩৪ এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে।

সালমা চৌধুরীর বড় ভাই গোলাম মস্তফা চৌধুরী রন্টু বলেন, সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গত ২৮ জুলাই অসুস্থ্য হয়ে পরলে তার নমুনা প্রদান করা হয়। এতে ২ আগষ্ট তার করোনা পজেটিভ আসে। ওইদিনই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার শ্বাস কষ্টসহ অবস্থার অবনতি হয়। এরপর স্থানীয় চিকিৎসকরা ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

খবরটি জানার পর স্বাস্থ্য বিভাগের সচিব তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যাবস্থা করে দেন। এবং সোমবার বিকেল ৩ টা ৫ মিনিটে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।