Opu Hasnat

আজ ১৬ মে সোমবার ২০২২,

ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩ ঢাকা

ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

ধামরাইয়ে পিকআপ ভ্যান-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান ও মানিকগঞ্জগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিবহন দু’টি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।