Opu Hasnat

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত : এমপি মাশরাফি নড়াইল

বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত : এমপি মাশরাফি

সমাজ উন্নয়ন, দুর্নীতিসহ বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে নড়াইলে জনতার মুখোমুখি হলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। ‘প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান আমাদের অঙ্গীকার’  স্লোগানকে সামনে রেখে রোববার (২ আগষ্ট) বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’। সাংসদ-ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নিজেই অনুষ্ঠানের উদ্যোক্তা। ব্যতিক্রমী এই আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রশ্ন করেন। একে একে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাশরাফি। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা কাজী আরিফুর রহমান।

মানুষের উন্নত জীবন যাপনের মধ্য দিয়ে জাতির পিতার আর্দশ বাস্তবায়িত হবে।সুশাসন ও উন্নয়নের জন্য জনগণের নিকট একজন জন প্রতিনিধির জবাব দিহিতা এক্ষেত্রে মুখ্য বিষয়। এরই আলোকে ঈদ পরবর্তী দিনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সংসদ সদস্য(নড়াইল-০২) মাশরাফী বিন মোর্ত্তজার সহিত কৃষক, শ্রমিক, দিনমুজুর, ভ্যানচালক, নরসুন্দর, জেলে, চায়ের দোকানদার, কাঁচামাল ব্যাবসায়ী, ইমাম, পুরহিত, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, চিকিৎসক, সংবাদকর্মী, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মী, সমাজকর্মী, এ্যাডভোকেট, চাকুরীজীবী, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরাসরি সংলাপ।

প্রশ্নোত্তর পর্বে মানুষ তাদের সমস্যা সমূহ, অভিযোগ এবং সুশাসন ও এলাকার উন্নয়নের জন্য করণীয় বিষয়ে সংসদ সদস্যের সহিত মুক্ত আলোচনায় অংশ নেয়। বিভিন্ন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। আপনারা যাঁরা সমাজের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন, দেশপ্রেমিক আপনারাই। আপনাদের স্যালুট জানাই।’ তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার-আমার সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। আসুন আমরা দুহাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।’