Opu Hasnat

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরের পদ্মা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ এক ফরিদপুর

ফরিদপুরের পদ্মা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ এক

ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে এক যাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশসহ স্থানীয়রা অনেক চেষ্টা করে খুজেঁ পাইনি। নিখোঁজ ওই ব্যক্তির নাম বাচ্চু শেখ(৫০)। সে সদর উপজেলার তাইজুদ্দিন মুন্সীর ডাঙ্গী এলাকার মৃত জয়নাল শেখ এর পুত্র। 

ফরিদপুর শহরের ২নং পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যার দিকে তাইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী হতে কুসা নৌকা করে মাঝিসহ মোট পাচঁজন স্থানীয় লোক সিএন্ডবি ঘাটের দিকে আসে। নৌকাটি ঘাটে নামার আগ মূহুর্তে পদ্মা নদীর পশ্চিম পাড়ে নোঙ্গর করা সিমেন্টের খালি জাহাজের (এমবি পীর মেছের শাহ) মাথার সামনে নৌকার সামনের অংশ বেধে যায়। এসময় নৌকায় থাকা মাঝি আনোয়ার ও বাচ্চু শেখ(৫০) নদীতে পড়ে যায়। মাঝি আনোয়ার উপরে উঠে আসলেও অপর ব্যক্তি বাচ্চু শেখ (সাতার জানে না) নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সহ পুলিশ অনেক চেষ্টা করেও বাচ্চুর খোঁজ মেলেনি। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ডুবরি দল ঢাকা থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান শুরু হবে।