Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৮ প্রাণহানি, আক্রান্ত ২৭৭২, সুস্থ ২১৭৬ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২৮ প্রাণহানি, আক্রান্ত ২৭৭২, সুস্থ ২১৭৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩,১১১ জন। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৭৭২ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৩৭,৬৬১ জন। এসময় সুস্থ হয়েছেন ২,১৭৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৩৫,১৩৬ জন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।

এই বিভাগের অন্যান্য খবর