Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

আত্মহত্যা করলেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা বিনোদন

আত্মহত্যা করলেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা

সুশান্তের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই মাত্র ৩২ বছরে নিজের জীবন শেষ করে দিলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আশুতোষ বাকরে। হঠাৎ করে কেনো আত্মহত্যা করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন আশুতোষ। খবর জিএইটিনের।

পুলিস ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ বাকরের মৃত্যুর খবর আসে। নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গেও কথা বলা হয়েছে। তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ি করেননি। ফলে সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।

খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। অবসাদের জেরেই কি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মারাঠি অভিনেতা! তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে অবসাদের জেরে আশুতোষ কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন কিনা কিংবা ওষুধ খাচ্ছিলেন কিনা, সে বিষয়েও জানা যায়নি কিছু। পাশাপাশি আশুতোষের স্ত্রী অভিনেত্রী ময়ূরী দেশমুখও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।