Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

কালকিনিতে অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন কৃষি সংবাদমাদারীপুর

কালকিনিতে অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বি.আর.ডিবির উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দরিদ্র বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্য অপ্রধান শস্য উৎপাদন ও বাজাজাতকরন কর্মসূচির উপজেলার সুফলভোগী সদস্যদের অংশগ্রহনে চারদিন ব্যাপী অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করা হয়। 

এতে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।