Opu Hasnat

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

ফ্যাশন সচেতনদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কে ক্রাফটের সাথে স্যামসাং লাইফ স্টাইল

ফ্যাশন সচেতনদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কে ক্রাফটের সাথে স্যামসাং

আসন্ন ঈদে ক্রেতাদের আনন্দকে বাড়িয়ে তুলতে কে ক্রাফটের সাথে নতুন অফার নিয়ে এসেছে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ।

এর ফলে, যেকোনো স্যামসাং কনজ্যুমার পণ্য ক্রয়ে ক্রেতারা পাবেন কে ক্রাফটের ১,০০০ টাকা গিফট ভাউচার। স্যামসাং এর এ উদ্যোগের মাধ্যমে ফ্যাশন সচেতনরা স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের উদ্ভাবনী পণ্য ক্রয়ের পাশাপাশি এই ঈদে কে ক্রাফটের চমৎকার নকশার সব পোশাকের সংগ্রহও বাড়াতে পারবেন।  

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘কে ক্রাফট ও স্যামসাং বাংলাদেশ একসাথে আমাদের মূল্যবান ক্রেতাদের জন্য এ অফার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এ অফার এ উৎসবের মৌসুমে আমাদের ক্রেতাদের আনন্দ এবং উৎসাহ বাড়িয়ে তুলবে।’

ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা ও বগুড়ার ক্রেতাদের জন্য প্রযোজ্য এ গিফট ভাউচারটির মেয়াদ থাকবে ৩০ অক্টোবর, ২০২০ পর্যন্ত।