Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান : ভারতীয় মদ ও বাংলাদেশী দস্তা উদ্ধার চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান : ভারতীয় মদ ও বাংলাদেশী দস্তা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া, জয়নগর ও তারানগর এলাকায় অভিযান চালিয়ে ১১০বোতল ভারতীয় মদ ও সাড়ে ১৩ কেজি দস্তা উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে চুয়াডাঙ্গা ৬বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মাদক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেলঃ এ্স এম মনিরুজ্জামান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা 

উপজেলার হুদাপাড়া গ্রামের কবরস্থানের পার্শ্বে থেকে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। একই রাত ২টার দিকে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মাঠ থেকে ৯৫ বোতল ভারতীয় মদ আটক করে। রাত ৩টার দিকে জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার তারানগর গ্রামের মাঠ থেকে ১৩ কেজি ৫শ গ্রাম বাংলাদেশী  দস্তা আটক করে।