Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বিশ্বরোডে সরকারী জায়গায় দোকান, চালকদের আতঙ্ক ঝালকাঠি

বিশ্বরোডে সরকারী জায়গায় দোকান, চালকদের আতঙ্ক

ঝালকাঠি হয়ে বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় থেকে ১শ গজ পশ্চিমে এবং বাসন্ডা ব্রিজের পূর্ব ঢালে ৫০ গজ পূর্বে মহসড়কের পাশে সরকারী জায়গায় একটি চায়ের দোকান রয়েছে। দোকান ঘরের কারণে শহরের পালবাড়ি থেকে বিশ্বরোড সংযোগ সড়কে উঠতে পূর্ব দিক থেকে আসা গাড়ির চালক দেখতে পায় না অপর প্রান্ত থেকে একটি গাড়ি উঠছে। অপরদিকে একই সমস্যায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিশ্বরোডে ঝালকাঠি কলেজ মোড় থেকে যাতায়াতকারী গাড়িগুলো। চালকরাও চরম ঝুকি নিয়ে সরকারী জায়গা দখল করে একটি দোকানের কারণে চলাচল করছে। এছাড়াও সেখানে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এলাকাবাসীর। গত বছর ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ এক যুবককে আটক করেছে। এতে এলাকাবাসী ও সংশ্লিষ্টরা মাদক ব্যবসার বিষয়টি আরো নিশ্চিত হন। অবৈধভাবে সরকারী জায়গায় স্থাপিত দোকানটি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।