Opu Hasnat

আজ ১১ আগস্ট মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার আইন ও আদালত

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ‌্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ‌্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম‌্যান মো. সাহেদের সব অপকর্মের অন্যতম সহযোগী। তিনি সব সময় সাহেদের সঙ্গে থাকতেন।

 উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজ। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় মাসুদ পারভেজের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।