Opu Hasnat

আজ ১১ আগস্ট মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

পদ্মা নদীতে দুটি বাল্কহেড ডুবির ঘটনায় ১০ শ্রমিক উদ্ধার মুন্সিগঞ্জ

পদ্মা নদীতে দুটি বাল্কহেড ডুবির ঘটনায় ১০ শ্রমিক উদ্ধার

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে আল মোল্লা ও নূরজাহান নামে দুইটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় নৌ পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক বাল্কহেড দুটির ১০ শ্রমিককে উদ্ধার করা করেছে।  মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. সিরাজুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চাঁদপুরগামী বালু বোঝাই আলমোল্লা নামের একটি বাল্কহেড প্রচন্ড স্রোতের কারনে পদ্মাসেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এর পরপরই পিছন দিক থেকে আসা আরেকটি বাল্কহেড নূরজাহান পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাঠালবাড়ি থেকে চাদপুরগামী দুইটি বাল্কহেডই ডুবি যায়। খবর পেয়ে কিছুদুর থেকে নৌপুলিশের একটি দল ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে দশ শ্রমিককে উদ্ধার করে। এই ঘটনায় কেউ নিখোঁজ নেই।

এদের সবার বাড়ি ভোলা, চাদপুর, বাগেরহাট, লক্ষীপুর জেলায়। রাত ৮টার দিকেও বাল্কহেড দুটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান, নৌপুলিশের এ কর্মকর্তা।