Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

লা লিগায় মেসি’র নতুন রেকর্ড খেলাধুলা

লা লিগায় মেসি’র নতুন রেকর্ড

লা লিগায় নতুন রেকর্ড গড়লেন মেসি। স্প্যানিশ লা লিগায় শনিবার (১১ জুলাই) রাতে রিয়াল ভালাদোলিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে লিওনেল মেসি গোল না পেলেও গড়েছেন নতুন একটি রেকর্ড। এদিন ভিদালকে গোলে সহায়তা করে লা লিগার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২০টি গোল ও ২০টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন তিনি।

তার আগে ২০০৮-০৯ মৌসুমে জাভি হার্নান্দেজ লা লিগায় ২০টির অধিক অ্যাসিস্ট করেছিলেন। তবে লা লিগায় কেউ-ই তার মতো ২০টির অধিক গোল ও ২০টি অ্যাসিস্ট করতে পারেননি।

অবশ্য ইউরোপের সেরা পাঁচটি লিগ হিসাব করলে ২০০২-০৩ মৌসুমে থিরেয়ে অঁরি আর্সেনালের হয়ে ২৪টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছিলেন। অঁরির ১৮ বছর পর মেসি ছুঁলেন এই রেকর্ড। তার নামের পাশে রয়েছে ২২টি গোল ও ২০টি অ্যাসিস্ট। লিগে এখনো ২টি ম্যাচ বাকি রয়েছে। দেখার বিষয় বাকি দুই ম্যাচে গোল করে অ্যাসিস্টের পাশাপাশি অঁরির গোলের সংখ্যাটিকে ছুঁতে পারেন কিনা ৩৩ বছর বয়সী মেসি।