Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

সপরিবারে করোনায় আক্রান্ত নায়িকা তমা মির্জা বিনোদন

সপরিবারে করোনায় আক্রান্ত নায়িকা তমা মির্জা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। নায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার বাবাসহ পারিবারিক গাড়িচালক ১০ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ছোট ভাইয়ের শরীরে সাত দিন আগে করোনা শনাক্ত হয়। এরপর মায়ের করোনা পজিটিভ আসে। গতকাল আমারও করোনা শনাক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকে বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছি। ইতোমধ্যে চালক ও ছোটভাই সুস্থ হয়ে উঠেছেন।’

এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর কাজ করেছেন ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ প্রভৃতি সিনেমায়।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সর্বশেষ সাদাত হোসেনের ‘গহিনের গান’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৯ সালের ৬ মে ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন তিনি।