Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের স্মরণসভা নেত্রকোনা

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের স্মরণসভা

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কমরেড অনিমা সিংহের ৪০তম মৃত্যুবার্ষির্কী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে শুক্রবার বিকেলে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আঃ মালেক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোর্শেদ আলম এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মনিসিংহ ও কমরেড অনিমা সিংহের একমাত্র সন্তান ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা সিপিবি সদস্য শামসুল আলম খান, মহিলা পরিষদ নেত্রী তাসলিমা বেগম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ সাহান আলী, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, অনিমা সিংহের জীবনী থেকে ত্যাগ ও রাজনৈতিক জীবনাদর্শ বিষয়ে আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমানে কালো রাজনীতির ছোবলে দেশ ছেয়ে গেছে, সেবার নামে চলছে দেশে নোংরা রাজনীতি, দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষকদের ঘরে ঘরে হাহাকারের শেষ নেই। কৃষকদের সন্তানদের এখনো সব কিছুতেই পিছিয়ে থাকতে হয়। সরকারী চাকুরীজীবিদের কোঠার ব্যবস্থা করা হয়, কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের খাদ্য চাহিদা মেটায় তাঁদের সন্তানদের নিয়ে কেউ ভাবছে না। ওইসকল দরিদ্র ছেলেদের পড়াশুনায় নজর দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে কমরেড মণি সিংহ ও কমরেড অনিমা সিংহের জীবনাদর্শ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয়।