Opu Hasnat

আজ ১৪ আগস্ট শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

ছাতকে নৌ পথের দুই চাঁদাবাজ আটক সুনামগঞ্জ

ছাতকে নৌ পথের দুই চাঁদাবাজ আটক

সুনামগঞ্জের ছাতকে নৌ পথে চাঁদাবাজী করতে গিয়ে সুরমা নদীতে নৌ পুলিশের হাতে ২ চাঁদাবাজ আটক হওয়ার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে নৌ পথে চাঁদাবাজী ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে ছাতক নৌ পুলিশ ইন চার্জ ও উপ-রিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে এক পুলিশি অভিযান চালিয়ে সুরমা নদীর মলি­কপুর গ্রামের কাছ থেকে নৌ পথে চাঁদাবাজীর দায়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রোকন মিয়া (৩০) ও মৃত সোনা মিয়ার ছেলে জাহিদ মিয়া (৩২) কে আটক করতে সক্ষম হন। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল চাঁদাবাজদের আটকের কথা নিশ্চিত করে জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে। 

ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিডেটের সাধারণ সম্পাদক শামছু মিয়া ও পরিচালক হাজী বুলবুল আহমদ জানান, চাঁদাবাজদের দৌরাত্বে ব্যবসায়ীরা অতিষ্ঠ। সুষ্ঠভাবে ব্যবসা করতে হলে সুরমা নদীতে চাঁদাবাজ মুক্ত করে প্রশাসনের নজরদারী বাড়াতে হবে, না হয় ব্যবসায়ীরা চাঁদাবাজদের হোতাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। 

এই বিভাগের অন্যান্য খবর