Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় নেত্রকোনা

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন ডিএসকে এর হ্যালোআইএম (হিয়া) প্রকল্পের সাথে বাল্যবিবাহ ও ঝড়ে পড়া রোধ বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএসকে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও কমিউনিটি স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে প্রকল্প সহযোগি মজিবুর রহমান নয়ন এর সঞ্চলনায় বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট অফিসার (হিয়া) রুপন কুমার সরকার, প্রজেক্ট ম্যানেজার (ইউবিআর) কাজী হুমায়ুন কবীর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালি হাসান, রিফাত আহমেদ রাসেল, অভিভাবক দলের সভাপতি মো. সাদ্দাম হোসেন, কিশোর-কিশোরী দলের সদস্য শম্পা আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক জামাল তালুকদার, চারন গোপাল চক্রবর্তী, রাজেশ গৌড় প্রমুখ। 

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সংবাদকর্মীদেরও ভুমিকা রয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন, বাল্যবিয়ে, স্কুল থেকে ঝরে পড়া রোধ ও নারীদের অধিকার প্রতিষ্ঠা সহ যৌন হয়রানি প্রতিরোধে সাংবাদিকদের লিখার মাধ্যমে সমাজের আসল চিত্রটি তুলে ধরতে সকলকে আহবান জানান। সেই সাথে নিজেদের মুল্যবোধকে জাগিয়ে অন্যদের সচেতন করে তুলতে মিডিয়ার কোন বিকল্প নাই। এরই ধারাবাহিকতায় উপস্থিত সংবাদকর্মীগন নিজ নিজ পত্রিকায় এ সকল বিষয় গুলো তুলে ধরতে অঙ্গীকার ব্যক্ত করেন।