Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

করোনা মোকাবেলায় আর্থিক সহায়তা বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জাতীয়

করোনা মোকাবেলায় আর্থিক সহায়তা বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আর্থিক সহায়তা বাড়ানো হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ডিবিসি ও যমুনা টিভি

এসময় তিনি বলেন, দেশের অগ্রগতিতে বাধা হয়েছে করোনাভাইরাস । করোনায় মুত্যুর হার অন্যদেশের তুলনায় কমানোর পদেক্ষেপ নিয়েছেন সরকার, জনগণ আরেকটু সচেতন হলে আরো কার্যকত হতো।

প্রধানমন্ত্রী বলেন, করোনা সংকট মোকাবিলায় সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছে সরকার। সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগের কথাও জানান তিনি।

তিনি আরো বলেন, ঘরে বসে সমালোচনা করা সহজ, কিন্তু প্রকৃত রাজনৈতিক দল মাঠে কাজ করে। দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও সংকটে কেবল আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছে।

সংসদ নেতা বলেন, বাধা বিপত্তি থাকবেই কিন্তু জীবন থেমে থাকতে পারে না। করোনা মোকাবিলায় ১ কোটি ৫৯ লাখ মানুষকে বিনামূল্যে চাল দেয়া হয়েছে বলেও জানান তিনি।