Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সনৎ বসু’র ছড়া ‘জল বাঁচাও, প্রাণ বাঁচাও’ শিল্প ও সাহিত্য

সনৎ বসু’র ছড়া ‘জল বাঁচাও, প্রাণ বাঁচাও’

জলকে সবাই রক্ষা করো
জল প্রকৃতির দান
জলকে নিজের জীবন মেনে
চালাও অভিযান।

মাটির নীচে জলের ভাঁড়ার
ফন্দি তুমি আঁটছো কাড়ার
সর্বনাশের নেশায় মেতে
ছাঁটছো সবার প্রাণ
জলকে আগে রক্ষা করো
অমূল্য এই দান।

জল না খেয়ে সারা বেলা
বাঁচবে তুমি?  দেখাও খেলা, 
বুক ভরা যম তৃষ্ণা নিয়ে
নোংড়া জলই পান
জল কেন ভাই নষ্ট করো
এই প্রকৃতির দান।

জল শুধু নয় মানুষ বাঁচায়,
বাঁচায় প্রাণীকূল
জল পেয়ে সব ফসল ফলে
বাঁচছে গাছ আর ফুল
জল হয়ে তাই বৃষ্টি ঝরে
মেঘের পরে মেঘ,
জলের আকাল ঘটলে পরে
বাড়বে যে উদ্বেগ
রুক্ষ হবে এই পৃথিবী
নিঃস্ব মাটির গান
জলকে সবাই রক্ষা করো
অমূল্য এই দান।