Opu Hasnat

আজ ৪ আগস্ট মঙ্গলবার ২০২০,

পাইকগাছায় তাস, টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক খুলনা

পাইকগাছায় তাস, টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাস, টাকা, জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়াড়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা যায়, পাইকগাছা থানার ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চাদখালী ইউনিয়নের দেবদুয়ারের জনৈক আবুজারের লীজ ঘেরের বাসা থেকে তাস, টাকা ও জুয়াড় সরঞ্জামসহ ৭ জুয়াড়ীকে আটক করে। 

আটককৃতরা হলো- দেবদুয়ার গ্ৰামের আজিজ মোল্লার ছেলে রাসেদ, জামাল সরদারের ছেলে সাইদ, হাকিম সরদারের ছেলে রাসেল, লতিফ গাজীর ছেলে মোজাত আলী, ইউনুস সরদারের ছেলে মুক্তাজুল, খোকন গাজীর ছেলে কালু গাজী ও শেখ শওকত আলীর ছেলে নাইম। 

উল্লেখিত জুয়াড়ীদের নামে এসআই অনিষ মন্ডল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১০ তাং ৮/৭/২০ । 

ওসি এজাজ শফী জানান, জুয়াড়ীদের নামে মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।