Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের পানি শোধনাগার প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের পানি শোধনাগার প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে দেশের সর্ববৃহত পানি শোধনাগারের নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুন্সীগঞ্জের লৌহজংয়ের যশলদিয়া এলাকাস্থ্য পদ্মার পানি শোধনাগারটির ঢাকার হোটেল-সোনারগাওঁ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

২৮ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জে অবস্থিত পদ্মা পানি শোধনাগার নির্মান প্রকল্প ফেজ-১ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন। 

এ প্রসঙ্গে প্রকল্প উপপরিচালক রফিকুল ইসলাম জানান, ডিজিটাল ওয়াটার বিনির্মানের লক্ষ্যে বা  পরিবেশ বান্ধব গনমুখী টেকসই পানি ব্যবস্থ্পনার সুবিধা গন মানুষের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে ওয়াসা এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।  

৩ হাজার ৫০৯ কোটি টাকা ব্যায়ে , ৯০ একর জমির উপর নির্মিত , এই প্রকল্পের মাধ্যমে দৈনিক ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি উৎপাদন করা যাবে এবং রাজধানী ঢাকার মানুষদের এ পানি সরবরাহ করা হবে। 

মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের যশলদিয়ায় পানি শোধনাগার প্রকল্প ফেজ-১ এর অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াছমিন এমিলী , সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ , ওয়াসার সহ-ব্যবস্থ্পনা পরিচালক মো. সিরাজ উদ্দিন ,জেলা প্রশাসক সাইফুল হাছান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার , জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহাম্মেদ প্রমুখ। এ প্রকল্পের মাটি ভরাট, সার্ভে ওয়ার্ক, কার্যক্রম পরিচালানার স্থাপনা, রাস্তা নির্মাণসহ ১৭ হাজার মিটার পাইপ আনায়নসহ ইতিমধ্যে প্রায় ১০ শতাংশ কাজ সম্পন্ন শেষ হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভিত্তি ফলক উন্মোচনের মধ্য দিয়েই পুরোদমে বেশ জোড়ে-ষোড়েই চলবে এর কাজ। ৪২ মাস মেয়াদী এই প্রকল্পের ডিপিপি অনুমোদন হয় ২০১৩ সালের ৮ অক্টোবর মাসে। ইতোমধ্যেই এই কাজের ব্যাপারে ঢাকা ওয়াসার সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানীর সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।