Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু রাজবাড়ী

বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশে বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি)  এস. এম. আবু দারদা, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে ৫নং ওয়ার্ডের পুশআমলা গ্রামে অবস্থিত সমাধিনগর বাজার হতে নারুয়াগামী রাস্তা সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী নদীভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২৫০কেজি ওজনের জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন।

উল্লেখ্য, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী গড়াই নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এর তীরসংলগ্ন নারুয়া ও জঙ্গল ইউনিয়নের কিছু জায়গায় নদীভাঙ্গন দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত ২৯ জুন ভাঙ্গন পরিদর্শন শেষে জেলাপ্রশাসক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ২৫০কেজি ওজনের জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম শুরু করে। 

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান বলেন, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে ৫নং ওয়ার্ডের পুশআমলা গ্রামে অবস্থিত সমাধিনগর বাজার হতে নারুয়াগামী রাস্তা সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী নদীভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২৫০কেজি ওজনের জিও ব্যাগ ৪৮০৮টি ৮০ মিটার ২১ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যায়ে স্থাপনের কাজ শুরু হয়েছে।