Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেল সাড়ে ৮ হাজার পরিবার রাজবাড়ী

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেল সাড়ে ৮ হাজার পরিবার

করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় হতদরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা নগদ অর্থ সহায়তা পেল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাড়ে ৮ হাজার পরিবার পেল ২৫শত করে নগদ টাকা। 

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় হতদরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ৮হাজার ৫শত পরিবারের তালিকা প্রেরন করা হয়। 

এর মধ্যে ৪ হাজার ১শত ২৫টি পরিবার ইতিমধ্যে ২৫শত টাকা করে তাদের মোবাইল ফোনে টাকা পেয়েছেন। ৪ হাজার ৩শত ৭৫টি তালিকা যাচাই বাছাইয়ের জন্য পুনরায় পাঠান। এদের এনআইডি, মোবাইল নম্বরসহ সঠিকতা যাচাই করার জন্য শিক্ষক নিয়োগ দিয়ে বাড়ী বাড়ী গিয়ে যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এদের মধ্যে ৪১ হাজার ১শত ৮৪জন তাদের মোবাইল ফোনে ২৫শত করে টাকা পাবেন। তবে ১৯১জন দেশের বাইরে, ঢাকায় গার্মেন্সে চাকুরী, মৃত্যু বরণ করায় ও তাদের হালনাগাদ তথ্য না পাওয়ায় তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না।