Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে করোনায় বৃদ্ধার মৃত্যু, মোট আক্রান্ত ৬৩৯ রাজবাড়ী

রাজবাড়ীতে করোনায় বৃদ্ধার মৃত্যু, মোট আক্রান্ত ৬৩৯

রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা। বুধবার নতুন করে ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। এনিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩৯ জনে। 

রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গত রোববার মোট ৪৫ জনের করোনা পরীক্ষার নমুনা ঢাকায় পাঠানো হয়ে ছিলো। এর মধ্যে মোট ১১ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে মারা যাওয়া এক নারীর দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়া ওই নারীর নাম আয়েশা বেগম (৭৫) তিনি কালুখালী উপজেলার রতনদিয়া এলাকার বাসিন্দা ছিলেন। বরাবরের মতো আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার সংখ্যা সবচেয়ে বেশি। সদর উপজেলায় আক্রান্ত হয়েছে আটজন। কালুখালী দুই জনও গোয়ালন্দে একজন।

সিভিল সার্জনের কার্যালয় তথ্যমতে জানাযায়, জেলায় মোট পাঁচ হাজার ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল পাওয়া গেছে চার হাজার ৯৮৫ জনের। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৩৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৪০ জন। হাসপাতালে ভর্তি আছে ৪৬ জন।