Opu Hasnat

আজ ৫ আগস্ট বুধবার ২০২০,

মোরেলগঞ্জে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন বাগেরহাট

মোরেলগঞ্জে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে বিষখালী-কন্দপুকুর-বহরবৌলা খাল খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় শতাধিক নারী পুরুষ কৃষক এই মানববন্ধনে অংশ নেয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, বনগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চিত্ত রঞ্জন ঢালী, শিক্ষক দোলন ঢালী, সুজাত, বাবুল সিংহ, সাব্বির শেখ, শিউলী রানী ঢালী, রঞ্জন মল্লিকসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে বিষখালী-কন্দপুকুর-বহরবৌলা খালের ২ কিলোমিটার খনন শুরু হয়। ইতোমধ্যে ৫-৬‘শ মিটার খনন করা হয়েছে। কিন্তু একটি মহল এ নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থে খাল খনন বন্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। খাল খনন বন্ধ হলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালটি খনন হলে এলাকায় ফসলাদির উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মুখে হাসি ফুটবে।

এই বিভাগের অন্যান্য খবর