Opu Hasnat

আজ ৫ আগস্ট বুধবার ২০২০,

দুর্গাপুরে নদীতে পড়ে বালু শ্রমিক নিখোঁজ নেত্রকোনা

দুর্গাপুরে নদীতে পড়ে বালু শ্রমিক নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে পড়ে আবু বক্কর (২৮) নামে এক বালু শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এই নিখোজের ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা বাজারের মৃত লাল মিঢার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর দুপুর বেলায় বালু তোলার কাজ শেষ করে খাবার এর উদ্দেশ্য নদী থেকে উপড়ে উঠে আসে। পুনরায় যখন আবার কাজের জন্য নদীতে গেলে তখন সে নদীর গর্তে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে  ময়মনসিংহ ডুবুরিদলকে খবর দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরিদল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।